পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির দিত্বীয় প্রান্তিকের (‘অক্টোবর-ডিসেম্বর’) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০১৮ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল -২.২৪ টাকা যা ২০১৭ সালে ছিল -১.৮৪ টাকা। উল্লেখ্য যে ২০১৯-২০২৪ সাল পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে পাওয়া যায়নি।
কোম্পানির ২০২১ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ৩.১৮ টাকা যা ২০১৮ সালে ছিল ১৯.৭৫ টাকা, ২০১৭ সালে ছিল ২১.৯৯ টাকা। উল্লেখ্য যে ২০২২-২০২৪ সাল পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) ঢাকা স্টক এক্সচেঞ্জে পাওয়া যায়নি।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০১৬ সালে ২০ শতাংশ স্টক, ২০১৫ সালে ১৭ শতাংশ স্টক, ২০১৪ সালে ২০ শতাংশ স্টক, ২০১৩ সালে ১৬ শতাংশ স্টক ও ২০১২ সালে ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য ২০১৬-২০২৪ সাল পর্যন্ত কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশের তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জে পাওয়া যায়নি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মিথুন নিটিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা https://corporatesangbad.com/500058/ |