সেঞ্চুরি করে ক্ষমা চাইলেন বিরাট!

Posted on October 22, 2023

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে টিম ইন্ডিয়া। টানা চার ম্য়াচ জিতে ১০০ শতাংশ জয়ের রেকর্ড বজায় রাখলো রোহিতবাহিনী। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তানের পর এবার ভারত হারিয়ে দিল বাংলাদেশকে। অপ্রতিরোধ্য় মেজাজেই বিশ্বকাপে 'দাদাগিরি' অব্য়াহত রাখল ভারত।

বাংলাদেশের বিপক্ষে বিরাটের ব্য়াট থেকে এসেছে ঝকঝকে শতরান। তবে বিরাট এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪৮ নম্বর ওয়ানডে শতরান করে ক্ষমা চাইলেন!

ক্ষমা চাইলেন তাঁর সতীর্থ রবীন্দ্র জাদেজার কাছে। ১০ ওভারে ৩৮ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছিলেন জাদেজা। নেন অসাধারণ ক্য়াচও। তিনি হতেই পারতেন ম্য়াচের সেরা।

অসাধারণ ইনিংস খেলার পর কোহলি বলেন, 'ম্য়াচের সেরার পুরস্কার জাড্ডুর থেকে চুরি করে নেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী। আমি বড় অবদান রাখতে চেয়েছিলাম। বিশ্বকাপে খুব কম অর্ধ-শতরান রয়েছে আমার। সেভাবে পঞ্চাশগুলিকে বড় রানে বদলাতে পারিনি। তবে এবার শেষ পর্যন্ত থেকে ম্য়াচ জিতিয়ে, সেই হিসেব বদলাতে চেয়েছিলাম। যেটা আমি বছরের পর বছর করে আসছি।

আমি শুভমনকে বলছিলাম, তুমি যদি এরকম পরিস্থিতির স্বপ্নও দেখ কখনও, তাহলে ঘরে ফিরে শুয়ে মনে হবে এটা বাস্তব নয়। আমার জন্য শুরুটা একেবারে স্বপ্নের মতো হয়েছিল। প্রথম চার বলে দু'টি ফ্রি-হিট পেলাম। একটি ছয় ও একটি চার হল। খুব ঠান্ডা মাথায় ইনিংস খেলতে পেরেছিলাম। পিচ খুবই ভালো ছিল। আমি একদম আমার স্বাভাবিক খেলা খেলেছি। শুধু টাইমিং করেছি, ফাঁক দিয়ে বল মেরেছি। যখন প্রয়োজন হয়েছে, তখনই চার মেরেছি। সাজঘরের পরিবেশ দারুণ। আমরা একে অপরের কোম্পানি উপভোগ করি। আমাদের স্পিরিট সবাই দেখতে পায়। আমরা জানি এটা লম্বা টুর্নামেন্ট। একটা মোমেন্টাম তৈরি করতে হবে। ঘরের মাঠে এত মানুষের সামনে খেলার অভিজ্ঞতাই আলাদা।'

আরও পড়ুন:

বিশ্বকাপে টানা দ্বিতীয় হার দেখল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টানা অষ্টম জয়ের রেকর্ড ভারতের