নোয়াখালীতে এনসিসি ব্যাংকের বিনামূল্যে “কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ”

Posted on January 19, 2025

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক কৃষিখাতে বিশেষ সিএসআর এর আওতায় নোয়াখালীর মাইজদী ও চৌমুহনীর ৫০০ জন বন্যাদুর্গত ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করেছে। এনসিসি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রান্তিক কৃষকের মাঝে সম্প্রতি বিভিন্ন প্রকারের সবজি ও ধানবীজ, সার ও ব্যাকপ্যাক স্প্রে মেশিন বিতরণ করেন। এসময় ব্যাংকের এসভিপি ও পান্থপথ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শাহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসভিপি ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রধান মোহাম্মদ নুরুল হক এর সভাপতিত্বে মাইজদী এসএমই/কৃষি শাখার ব্যবস্থাপকসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম বলেন, এনসিসি ব্যাংক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সিএসআর এর আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের সবজি বীজ, সার, কীটনাশক এবং যন্ত্রপাতি বিতরণ করছে। অত্র এলাকার চাষীদের সবজি চাষে আরও বেশী উদ্বুদ্ধ করতে এবং উৎপাদন বৃদ্ধিতে এটা সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।