'যমুনা ব্যাংক শর্ট নোট' উদ্বোধন

Posted on January 19, 2025

কর্পোরেট ডেস্ক: যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে 'যমুনা ব্যাংক শর্ট নোট' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত অন্যান্য পরিচালকবৃন্দদের সাথে নিয়ে 'যমুনা ব্যাংক শর্ট নোট' উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ সহ ব্যাংকের সকল বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ।

'যমুনা ব্যাংক শর্ট নোট' একটি মানি মার্কেট ঋণপত্র, যার মেয়াদ ৯১, ১৮২ এবং ৩৬৪ দিন। এটি বিভিন্ন মেয়াদী আকর্ষণীয় মুনাফা প্রদান করবে, যা বিনিয়োগকারীদের জন্য সর্বোত্তম রিটার্ন নিশ্চিত করবে। এ সময় যমুনা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকের গ্রাহককেন্দ্রিক সর্বোচ্চ মুনাফা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। পণ্যটির মধ্যে সর্বোচ্চ মুনাফার হার, আংশিক ও আগাম নগদায়ন সুবিধা এবং স্বয়ংক্রিয় ভাবে নবায়নের সুবিধা রয়েছে। এই নতুন আর্থিক পণ্যটি ব্যক্তিগত, কর্পোরেট এবং প্রবাসী গ্রাহকদের জন্য নিরাপদ এবং সহজে বিনিয়োগের সুযোগ প্রদান করবে।