চুয়াডাঙ্গা পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Posted on January 18, 2025

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা পৌরসভার ২০১২ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত ২৬ জন কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। চুয়াডাঙ্গা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের অবসর কালীন পাওনা গুলো পরিশোধ করার চেষ্ঠা করবো। একই সাথে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে বেতন দেয়ার ব্যবস্থা করারও চেষ্টা করা হবে। তবে পৌর সভার আয় বর্ধক কাজগুলো বেগবান করার আহবান জানান প্রধান অতিথি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সদর উপজেলা নির্বাচন অফিসার এম সাইফুল্লাহ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, প্রধান হিসাবরক্ষক রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সাবেক সহকারী প্রকৌশলী (পানি) এ এইচ এম সাহীদুর রশিদ, সাবেক প্রধান সহকারী আসাবুল হক বিশ্বাস।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌরসভার উপ সহকারী প্রকৌশলী ও সার্ভিস অ্যাসোসিয়েশন উপদেষ্টা আনিসুজ্জামান, লাইসেন্স পরিদর্শক আব্দুল মোহাইমিন পলাশ, সহকারী হিসাবরক্ষক কাজী শাহিনুর রহমান, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জীবননগর পৌরসভার উচ্চমান সহকারী সাজেদা আক্তার, কার্য সহকারী সোহেল রানা।

চুয়াডাঙ্গা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুর খানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছারসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুরে পবিত্র কোরআন তেলাওয়াত সানোয়ার হোসেন গীতা পাঠ করেন শংকর চন্দ্র বিশ্বাস এবং বিদায় অনুষ্ঠানের সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের জন্য দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌরসভা জামে মসজিদের খতিব মুফতি হুসাইন আহমেদ।