প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা বর্ষ ২০২৫ এর শুভ উদ্বোধন

Posted on January 16, 2025

কর্পোরেট ডেস্ক: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৫ সালের ব্যবসা বর্ষ উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। কুরআন তিলাওয়াত ও কেক কেটে ব্যবসা বর্ষ ২০২৫-এর শুভ উদ্বোধন করেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান মোঃ আকতার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের মাননীয় পরিচালক এ কে এম আবুল মানসুর চৌধুরী, মোঃ কামরান হামিদ, মোহাম্মদ মনিরুজ্জামান মজুমদার, উপদেষ্টা এ টি এম হামিদুল হক চৌধুরী ও চিফ কনসালটেন্ট রহিম উদ্-দৌলা চৌধুরী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির উর্ধ্বতন উন্নয়ন ও দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির সকল জোন, কর্পোরেট জোন ও অফিস ইনচার্জগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। কোম্পানির মাননীয় চেয়ারম্যান মহোদয় ২০২৪ সালে ভালো ব্যবসা অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সেই সঙ্গে সকলের সুস্বাস্থ্য কামনা করেন।