খেলাপি বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচী

Posted on January 16, 2025

কর্পোরেট ডেস্ক: গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং ব্যাংকের ভিত অধিকতর শক্তিশালীকরণের লক্ষ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসি নতুন বছরে খেলাপি বিনিয়োগের টাকা আদায়ের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী, ২০২৫) ব্যাংকের খেলাপি গ্রাহক মেঘমালা এস্টেট লিমিটেডের চেয়ারম্যান মোরসালিন ইসলাম, পরিচালকবৃন্দ এবং জামিনদার মোঃ খায়রুল ইসলাম এর নিকট ব্যাংকের বকেয়া পাওনা ১৩.২১ কোটি টাকা প্রায় আদায়ের লক্ষ্যে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে উক্ত প্রতিষ্ঠানের অফিসের সামনে ব্যাংকের প্রধান কার্যালয় এবং শাখার বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাগণ অবস্থান কর্মসূচী পালন করে।