![]() |

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে (১৬ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ১৯৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৩ টাকা বা ৯ দশমিক ৮০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৭.৬ টাকা থেকে ৩০.৮ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৩০.৪ টাকা এবং সমাপনি দর ২৭.৬ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৩০.৬ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১২.৩ টাকা থেকে ৩৬.১ টাকার মধ্যে। এছাড়া কোম্পানিটির আজকের লেনদেনের পরিমান ৬ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার টাকা।
দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১.৮ টাকা বা ৯ দশমিক ৫২ শতাংশ। বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ১৭.১ টাকা থেকে ২০.৭ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ১৮.৯ টাকা আজকের ওপেনিং দর ছিল ২০ টাকা এবং দিন শেষে সমাপনি দর ১৭.১ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৭ টাকা থেকে ৫৯.৫ টাকার মধ্যে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা ফারইস্ট ফাইন্যান্সের আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে .৩ টাকা বা ৮ দশমিক ৮২ শতাংশ। বৃহস্পতিবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ৩.১ টাকা থেকে ৩.৬ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৩.৪ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২০ টাকা এবং দিন শেষে সমাপনি দর ১৭.১ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩ টাকা থেকে ৫.৯ টাকার মধ্যে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ৯.৫ টাকা , ফাইন ফুডস লিমিটেডের ২০৭ টাকা, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের ৮.৬ টাকা, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১৩.৪ টাকা, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৩.৪, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ২০.৬ টাকা এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৮.৪ টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| দর পতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক https://corporatesangbad.com/499727/ |