নিজস্ব প্রতিবেদক: গত এক মাস ধরে নিখোঁজ রয়েছে বাক প্রতিবন্ধী রাসেল মোল্লা (৩১)। নিখোঁজ হওয়া রাসেল মোল্লা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা লক্ষ্মীপুর গ্রামের আজহার মোল্লার ছেলে।
এ ঘটনায় নিখোঁজ প্রতিবন্ধীর বাবা আজহার মোল্লা বাদী হয়ে বুধবার (১৪ জানুয়ারী) সিংগাইর থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৫৫৮।
থানায় করা সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর সকাল ১০ টার দিকে প্রতিবন্ধী রাসেল ফোর্ডনগর এলাকা থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে নিকটতম আত্মীয়-স্বজনসহ আশেপাশের এলাকায় কোথাও খোঁজে পাওয়া যায়নি। প্রতিবন্ধী রাসেলের সন্ধান পাওয়া গেলে মানিকগঞ্জের সিংগাইর থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন তার পরিবার। সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসির) ফোন নম্বর -০১৩২০০৯৪৪২৭।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মাস পেরিয়ে গেলেও সিংগাইরে প্রতিবন্ধী রাসেলের খোঁজ মেলেনি https://corporatesangbad.com/499712/ |