ইউনিয়ন ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন

Posted on January 15, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনিয়ন ব্যাংক পিএলসির শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আইন অনুযায়ী বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে নগদ ৫ শতাংশ, ২০২১ সালে নগদ ৫ শতাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য যে কোম্পানিটি ২০২৩-২০২৪ সালে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।