নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ও উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন দুই পুলিশ কর্মকর্তা ক্লোজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আমি গোপনীয়ভাবে দু’জনকে ক্লোজ করেছি, কারণ বলা যাবে না।
অন্যদিকে সংশিষ্ট সূত্র জানিয়েছেন, জনৈক প্রবাসীর স্ত্রীর পরকীয়া কান্ডে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া নারী চাঁদনী আক্তারের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয়ায় পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেনকে ক্লোজ করা হয়েছে। অপরদিকে,এসআই মো. রফিকুল ইসলামের ক্লোজের বিষয়টি জানা যায়নি।
পুলিশ কর্মকর্তাদ্বয়ের ক্লোজের কারণ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) নাজমুল হাসান বলেন, ক্লোজের অর্ডার হয়েছে শুনেছি, অফিসিয়ালি কাগজ হাতে পাইনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক ও এসআই ক্লোজ https://corporatesangbad.com/499546/ |