চকরিয়ায় পিকআপের চাপায় রাজমিস্ত্রী নিহত

Posted on January 15, 2025

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছয়কুড়িটিক্কা পাড়া এলাকায় বালুভর্তি পিকআপের চাপা পড়ে নুরুল আবছার (২৭) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

রাজমিস্ত্রী নুরুল আবছার ঢেমুশিয়া ইউনিয়নে জমিদার পাড়া থেকে রাস্তার দুই পাশে গাইড ওয়াল নির্মাণ কাজে জড়িত ছিল। তিনি সকালে গাইড ওয়াল নির্মাণ করার সময় রাস্তার পাশে বসে কাজ করছিল। এ সময় গাইড ওয়াল নির্মাণ কাজে ব্যবহারের পিকআপে(ডাম্পার) করে বালু আনা হয়। সে বালু ভর্তি গাড়িতে পিছনে যাওয়ার সময় রাজমিস্ত্রী নুরুল আবছারের উপর তুলে দেয়। ফলে রাজমিস্ত্রী নুরুল আবছার গুরুতর আহত। এ সময় রাস্তার দুই পাশে গাইড ওয়াল নির্মাণ কাজে ব্যবহৃত অন্যান্য শ্রমিকগণ রাজমিস্ত্রী নুরুল আবছারকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

নিহত রাজমিস্ত্রী নুরুল আবছার (২৭) চট্রগ্রামের লোহাগড়া উপজেলার সদর ইউনিয়নের আমিরাবাদ এলাকার মোহাম্মদ মোজাফফর এর ছেলে বলে জানা যায়।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বদিউল আলম বলেন, নিহত রাজমিস্ত্রী নুরুল আবছার পরিবার নিয়ে ঢেমুশিয়া নতুন বাজারে বাসা ভাড়া করে বসবাস করে। তিনি আজ সকালে বালু ভর্তি পিকআপের চাপা পড়ে নিহত হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ঢেমুশিয়াতে পিকআপের চাপা পড়ে একজন রাজমিস্ত্রীর মৃত্যু হয়ে। পিকআপ গাড়ি ও চালককে আটক করা হয়েছে। পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।