স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের অভিযোগে বাদীর স্ত্রীর বিরুদ্ধে মামলা

Posted on January 15, 2025

নিজস্ব প্রতিবেদক: সিংগাইরে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের ঘটনায় অবশেষে থানায় চুরির মামলা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সদর ইউনিয়নের চর আজিমপুর গ্রামের কাজী গোলাম হোসেনের ছেলে কাজী শরিফুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এর আগে রোববার (১২ জানুয়ারি) কাজী শরিফুর রহমানের বড় ভাই কাজী আরিফুর রহমান ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের অভিযোগে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ওসি মামলা না নিয়ে উল্টো তার পরিবারকে পেন্ডিং মামলায় ফাঁসিয়ে হয়রানি ও নানা রকম ভয়ভীতি দেখানোর কথা উল্লেখ করেন। এ নিয়ে সোমবার (১৩ জানুয়ারি) দৈনিক দেশ রূপান্তর অনলাইন ভার্সনে “ উদ্ধার হওয়া স্বর্ণালংকার- বৈদেশিক মূদ্রা আত্মসাতের অভিযোগ ওসির বিরুদ্ধে” শিরোনামে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে থানা পুলিশ বাদীর স্ত্রী চাঁদনীর বিরুদ্ধে পেনাল কোড ৩৮০ ধারায় চুরির মামলা নেয়।

গত ৪ জানুয়ারি পরকীয়া প্রেমে জড়িয়ে বাদীর স্ত্রী চাঁদনী আক্তার তার স্বামীর বিদেশ থেকে আনা ৮ ভরি স্বর্ণালংকার, ৪৫ হাজার সৌদি রিয়াল ও দু’টি মোবাইল সেট নিয়ে ৭ বছর বয়সী একমাত্র ছেলে কাজী আবদুল্লাহকে রেখে জনৈক যুবকের সাথে অন্যত্র চলে যায়। জিডি মুলে পুলিশ অভিযান চালিয়ে ৯ জানুয়ারি সাভারের বিরুলিয়া এলাকা থেকে অভিযুক্ত চাঁদনীকে মালামালসহ উদ্ধার করলেও মামলা না নেয়ায় থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আলতাফ হোসেন বলেন, মালামাল উদ্ধারসহ আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।