তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. সেলিম রেজাকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা আলিম মাদ্রাসা চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সেলিম রেজা তাড়াশ উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক। তিনি তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের আব্দুল মজিদ মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট তাড়াশ উপজেলা জিকেএস হসপিটালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলার ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তাড়াশে নিষিদ্ধ সংগঠনের নেতা সেলিম রেজা গ্রেপ্তার https://corporatesangbad.com/499480/ |