পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০০টি কোম্পানির ১৩ কোটি ৩৩ লক্ষ ৬ হাজার ২৮৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে সোমবার (১৩ জানুয়ারি) মোট লেনদেনের পরিমাণ ৩৯৭ কোটি ৮১ লাখ ১৫ হাজার ৯২০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪.৩৫ পয়েন্ট কমে ৫১৫১.৮৮ ডিএস-৩০ মূল্য সূচক ০.৯৪ পয়েন্ট কমে ১৯০৬.১০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস)০.৬১ পয়েন্ট কমে ১১৫৬.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১ টির, কমেছে ২৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-জিপি, খান ব্রাদার্স পিপি,ফাইন ফুডস,আফতাব অটোমোবাইলস, অগ্নি সিস্টেম, স্কয়ার ফার্ম, মিডল্যান্ড ব্যাংক,রবি এক্সিয়াটা, আলিফ ইন্ডাঃ ও ওরিয়ন ইনফিউশন।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-মুন্নু ফেব্রিকস, সিভিও পিআরএল, খান ব্রাদার্স পিপি,রানার অটো, এক্সপ্রেস ইন্সুঃ, গোল্ডেন হারভেস্ট, মুন্নু অ্যাগ্রো, তাক্কাফুল ইন্সুঃ, স্ট্রাইল ক্র্যাফট ও এওএল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পদ্মা লাইফ ইন্সুঃ, জেনারেশন নেক্সট, আরএসআরএম স্টিল, এমবিএল ফার্স্ট মি. ফা., সোনালি লাইফ ইন্সুঃ, এমারেল্ড অয়েল, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, পিপলস লিজিং, সিনোবাংলা ইন্ডাঃ ও রূপালি লাইফ ইন্সুঃ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডিএসইতে আজকের লেনদেন ৩৯৭ কোটি টাকা https://corporatesangbad.com/499297/ |