কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত ৫৩ জন অ্যাসিস্ট্যান্ট অফিসারের দিনব্যাপী “ওরিয়েন্টে শন প্রোগ্রাম” সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ জাকির আনাম, মোঃ মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান এবং এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এ. এইচ. এম. আবদুস সাদিক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময়, হিউম্যান রিসোর্সেস ডিভিশন এর এফএভিপি ফরহাদ হোসেন পাটোয়ারী এবং ট্রেনিং ইন্সিটিটিউটের এফএভিপি ডঃ সৈয়দ জাভেদ মোঃ সালেহ্উদ্দিন উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন প্রধান অতিথির বক্তব্যে নবাগত অ্যাসিস্ট্যান্ট অফিসারদের কঠোর পরিশ্রম এবং উত্তম সেবার মাধ্যমে ব্যাংকের স্বার্থ, সুনাম ও মর্যাদা সমুন্নত রাখার পরামর্শ দেন। তিনি সততা, পরিশ্রম, ত্যাগ ও নৈতিকতা চর্চার মাধ্যমে আগামী দিনে ব্যাংকিং শিল্পের নেতৃত্ব কাঁধে নেয়ার উপযুক্ত করে নিজেকে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এনসিসি ব্যাংকে নতুন নিয়োগ প্রাপ্ত অফিসারদের ওরিয়েন্টেশন https://corporatesangbad.com/499286/ |