ঢাকার বাইরে নরসিংদীতে রয়্যাল এনফিল্ড শোরুম উদ্বোধন

Posted on January 13, 2025

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে বিশ্বের সবচেয়ে পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড শোরম “মোটো স্টুডিও” উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর ভাগদীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শোরমটির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোটো স্টুডিওর স্বত্বাধিকারী মাহমুদুল হাসান মৃদুল এবং ইফাদ মটরস লিমিটেডের হেড অফ বিজনেস মইদুর রহমান তানভির।

এ সময় স্থানীয় বাইকারদের উল্লেখযোগ্য উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এখন থেকে নরসিংদী অঞ্চলের গ্রাহকরা রয়েল এনফিল্ডের মোটরসাইকেল বুকিং ও ডেলিভারির পাশাপাশি জেনুইন মোটরসাইকেল অ্যাক্সেসরিজ (জিএমএ), বিক্রয়োত্তর সেবা এবং মূল স্পেয়ার পার্টসের সুবিধা এক জায়গা থেকেই গ্রহণ করতে পারবেন।

বিশ্বের সবচেয়ে পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে পরিচিত রয়েল এনফিল্ড ১৯০১ সালে যুক্তরাজ্যে যাত্রা শুর করে। বর্তমানে রয়েল এনফিল্ড বাংলাদেশে ইফাদ মটরস লিমিটেডের মাধ্যমে ৩৫০ সিসির ৪টি মোটরসাইকেল বাজারজাত করছে।