ডিএসইতে আজকের লেনদেন ৩৭১ কোটি টাকা

Posted on January 12, 2025

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১৩ কোটি ৩৭ লক্ষ ৬৪ হাজার ১০১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৭১ কোটি ৬৮ হাজার ৮০৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৮.২০ পয়েন্ট কমে ৫১৫৬.২৩ ডিএস-৩০ মূল্য
সূচক ১৭.২৩ পয়েন্ট কমে ১৯০৭.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৩৯ পয়েন্ট কমে ১১৫৭.৫৫
পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত রয়েছে
৪৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ফাইন ফুডস, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, আফতাব অটোমোবাইলস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, এশিয়াটিক ল্যাব, বিএসসি, জিপি ও রবি এক্সিয়াটা। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- খান ব্রাদার্স পিপি, মুন্নু সিরামিকস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ওরিয়ন ইনফিউশন, এইচআর টেক্স, আফতাব অটোমোবাইলস, ইউনাইটেড ইন্সুঃ, গোল্ডেন জুবলি মি. ফা., সীম টেক্স ও রানার অটো। দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, সুহৃদ ইন্ডাঃ, বে লিজিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফনিক্স ফাইন্যান্স, আইএসএন লিঃ, ফারইস্ট ফাইন্যান্স, এসবিএসি ব্যাংক ও প্যাসেফিক ডেনিমস।