সাউথইস্ট ব্যাংকের সাথে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

Posted on January 12, 2025

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি ঢাকায়, ব্যাংকের প্রধান কার্যালয়ে, রবিবার (১২ জানুয়ারী, ২০২৫) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের (বিএসএইচএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের উদ্দেশ্য হলো হাসপাতালকে পে-রোল ব্যাংকিং সার্ভিস, কর্পোরেট পেমেন্ট মডিউল, পয়েন্ট-অব-সেল (পস) টার্মিনাল এবং সুরক্ষিত পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করে কাস্টমাইজড ব্যাংকিং সেবা নিশ্চিত করা।

এই অংশীদারিত্ব বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আর্থিক কার্যক্রমকে আরও দক্ষ করার লক্ষ্যে গৃহীত হয়েছে। এর আওতায় হাসপাতালের বেতন বিতরণ সহজতর হবে, কর্পোরেট পেমেন্ট স্বয়ংক্রিয় করা হবে এবং রোগীদের জন্য নিরাপদ ও সুবিধাজনক (পস) টার্মিনাল এবং পেমেন্ট গেটওয়ের সহায়তায় উন্নত পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম.এ. কবীর তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। এই চুক্তির অধীনে, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের নির্বাহী ও কর্মচারীরা তাদের বেতন এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা সাউথইস্ট ব্যাংক পিএলসির পেরোল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে গ্রহণ করবেন। এছাড়াও, কার্ডধারীরা, এটিএম থেকে নগদ উত্তোলন, পয়েন্ট অব সেল (পস) লেনদেন, ই-কমার্স পেমেন্ট, ফান্ড ট্রান্সফার সুবিধার মত বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে তাদের ভেন্ডর পেমেন্ট এবং যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফারও করতে পারবে। এই উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, “বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই অংশীদারিত্ব উন্নত ব্যাংকিং সমাধান সরবরাহ করে কার্যক্রমের দক্ষতা বাড়ানো এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার সাউথইস্ট ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা হাসপাতালের আর্থিক ব্যবস্থাপনা এবং রোগীর সন্তুষ্টি প্রদানে তাদের পাশে থাকতে চাই।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।