বিনোদন ডেস্ক: যুগ যুগ ধরে ক্যারিয়ার হিসেবে ক্রিয়েটিভিকে নিজেরা বেছে নিয়ে যাঁরা আমাদের উৎসাহিত করেছেন, তাঁদের অন্যতম হলেন জনপ্রিয় অভিনেতা, লেখক, শিল্পী, নির্মাতা ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা’র অন্যতম কর্ণধার আফজাল হোসেন। সম্প্রতি কপিশপের নিয়মিত মেন্টরিং সেশন কপিকলবে তিনি বিজ্ঞাপন ও সৃজনশীল শিল্প সংশ্লিষ্ট বিবিধ বিষয়সহ নিজের তিন দশকের বেশি সময়ের সৃজনশীল জার্নির অভিজ্ঞান শেয়ার করেন।
দেশের বিজ্ঞাপন ও কমিউনিকেশন শিল্পের প্রশংসিত প্ল্যাটফর্ম কপিশপের আয়োজনে চলমান কপিকলরব-এর এটি ৯ম পর্ব। ইতোপূর্বে, মোস্তফা সরওয়ার ফারুকী, তানভীর হোসেন সহ বিজ্ঞাপন শিল্প সংশ্লিস্ট সফল মানুষেরা কপিশপের এ আয়োজনে সম্মানিত মেন্টর হিসেবে এসেছেন। এবারের আয়োজনে উপস্থিত সবাই কপিকলরবের ধারাবাহিকতা অটুট রাখার আহবান জানান।
কপিশপ-এর কিউরেটর মুশফিকুর রহমান পাভেল জানান, ‘প্রায় সবরকম কমিইনিকেশন প্রফেশনালদের সৃজনশীল দক্ষতা বাড়ানো ও একটি বিজ্ঞাপনী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে কপিশপ কাজ করছে। সেই লক্ষ্য বাস্তাবায়নের মাধ্যমে দেশের বিজ্ঞাপন শিল্পে অবদান রাখতে আমরা বদ্ধপরিকর।’ আরো তথ্যের জন্য যোগাযোগ করুন copyshopdhaka@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কপিশপের আয়োজনে অনুষ্ঠিত হলো কপিকলরব ৯ম পর্ব https://corporatesangbad.com/499116/ |