গফরগাঁওয়ে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

Posted on January 11, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কথা-কাটাকাটির সময় ছুরিকাঘাতে আহত
টাইলসমিস্ত্রি যুবক এসএম শাহাদাত হোসেন জয় (১৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত বুধবার বিকেলে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী বাজার এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

নিহত এসএম শাহাদাত হোসেন জয় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তেরবাজার ইউনিয়নের বালিপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

নিহতের পরিবার জানায়, ছুরিকাঘাতকারী সাব্বির মিয়া (২৩) নিহত জয়ের বন্ধু এবং পার্শ্ববর্তী লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার আরও জানায়, গত বুধবার বিকালে মশাখালী বাজার এলাকায় সাব্বির মিয়া জয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন। কথোপকথনের এক পর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন জয়কে ছুরিকাঘাত করে সাব্বির পালিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জয়ের স্বজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে জয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিহত জয়ের মামা সোহাদ মিয়া বলেন, আমার ভাগ্নে জয়কে কেন হত্যা করা হয়েছে আমরা এখনো জানি না। থানায় অভিযোগ দিয়েছি। আশা করি পুলিশ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করবে এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।

নিহতের পরিবারের দাবি, এ হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং দোষী ব্যক্তিকে দ্রুত শাস্তির আওতায় আনা হোক।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।