নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকটে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ। এতে দৈনন্দিন কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে না প্রতিকার।
মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, অ্যাকাউনট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও নাইট গার্ডসহ ৬ টি পদ রয়েছে। এর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়কের গুরুত্বপূর্ণ পদ দুটি দীর্ঘদিন যাবত শুন্য রয়েছে। যে কারণে দৈনন্দিন প্রশাসনিক ও অফিসিয়াল কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
সহকারী শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামান খান দায়িত্ব পালন করছেন কম্পিউটার অপারেটরের। নাইট গার্ড দিয়ে চলছে অফিস সহায়কের কাজ। এছাড়া সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামে (এসইএসআইপি) অ্যাকাডেমিক সুপারভাইজার পদে গত ২৪ ডিসেম্বর জনৈক রুমা শিকদার নামের এক কর্মকর্তা যোগদান করলেও তাকে নিয়মিত অফিস করতে দেখা যায়নি। সব মিলে রাজধানী ঢাকার অতি নিকটবর্তী এ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের গুরুত্বপূর্ন এ পদ দুটিতে লোকবল শুন্য থাকায় শিক্ষা অফিসের দৈনন্দিন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী বলেন,শিক্ষা অফিস একটা উপজেলার তথ্যকেন্দ্র। সেখানে জনবল সংকটে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলে দ্রুত তথ্য আদান-প্রদান সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধান থেকে উত্তরণের জোর দাবী জানান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণ।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আ.হান্নান জনবল সংকটে দাপ্তরিক কাজ ব্যাহত হওয়ার কথা স্বীকার করে বলেন,বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর মৌখিক ও অফিসিয়ালি চাহিদাপত্র দিলেও এখন পর্যন্ত সাড়া মেলেনি । অ্যাকাডেমিক সুপারভাইজারের অফিসে অনুপস্থিত প্রসঙ্গে তিনি বলেন, উনি প্রজেক্টের,আমাদের অফিসে অ্যাটাচমেন্টে যোগদান করেছেন। বেতন সংক্রান্ত ঝামেলায় তিনি ঠিকমতো অফিস করতে পারছেন না বলেও জানান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিংগাইরে মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকট, কার্যক্রমে স্থবিরতা https://corporatesangbad.com/499037/ |