মমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

Posted on January 11, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত্যুহওয়া কামরুল ইসলাম (২০) জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাঃ মহিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডাঃ মহিউদ্দিন খান বলেন, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কামরুল। চিকিৎসাধীন অবস্থায় পরদিন সন্ধার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় একজন ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছেন দুই জন। এরমধ্যে একজন পুরুষ ও একজন শিশু।

এদিকে,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মো. জাকিউল ইসলাম বলেন, গত ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে।