কর্পোরেট ডেস্ক: ২০২৪ সালে রেমিট্যান্স আহরণে সকল ব্যাংকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী হিসেবে ‘টপ টেন রেমিট্যান্স এওয়ার্ড ২০২৫’ লাভ করে অগ্রণী ব্যাংক পিএলসি। সেন্টার ফর এনআরবি’র উদ্যেগে আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই এওয়ার্ড গ্রহণ করেন অগ্রণী ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম।
শনিবার (১১ জানুয়ারী, ২০২৫) সকাল ১০টায় এনআরবি আয়োজিত রেমিট্যান্স এওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের (টাওয়ার হ্যামলেট) মান্যবর স্পীকার বাংলাদেশি বৃটিশ নাগরিক ব্যারিষ্টার সাইফুদ্দিন খালেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
‘টপ টেন রেমিট্যান্স এওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে অগ্রণী ব্যাংক https://corporatesangbad.com/499027/ |