নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এ তিনটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের বেশিরভাগই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং বেপজা হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে বেতন বৃদ্ধি এবং অন্যান্য দাবিতে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মডিস্ট, জেএমএস এবং মেরিমো কারখানার শ্রমিকরা সংঘর্ষে লিপ্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালান।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, “কারখানার মূল গেট খোলা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কের জেরে এই সংঘর্ষের সৃষ্টি। এতে অনেকেই আহত হন এবং তাদের মধ্যে ৩০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
সংঘর্ষ শুরু হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় দ্রুত সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করা হয়।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, “জেএমএস এবং মেরিমো কারখানার শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেছে। একটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরেকটি কারখানায় দুপুরের পর ছুটি দেওয়া হবে।”
চমেক হাসপাতালের জরুরি বিভাগ সুত্র জানান, ১২টার পর থেকে আহত শ্রমিকরা হাসপাতালে আসতে শুরু করেন। তাদের মধ্যে অন্তত ৬ জন গুরুতর অবস্থায় রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে এখনো তাদের নাম-পরিচয় নথিভুক্ত করা হয়নি।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শ্রমিকরা ৯ শতাংশ বাৎসরিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবি নিয়ে কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। কিছু কারখানা তাদের দাবি মেনে নিলেও অন্যান্য কারখানার শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছিল। এই আন্দোলনের ধারাবাহিকতায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সেনাবাহিনী, নৌবাহিনী, শিল্প পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ মোতায়েন থাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে এই সংঘর্ষের পেছনের কারণ এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চট্টগ্রাম সিইপিজেডে শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ: নিয়ন্ত্রণে সেনাবাহিনী, আহত ৩০ https://corporatesangbad.com/498996/ |