সালিশে কৃষককে পিটিয়ে হত্যা: বাবাসহ দুই ছেলে গ্রেফতার

Posted on January 11, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সালিশে নাসির উদ্দিন (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় বাবাসহ দুই ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিহত নাসির উদ্দিন ফুলবাড়িয়া উপজেলার উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলে ঢাকার ধামরাই থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফুলবাড়িয়া উপজেলার উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে রুহুল আমিন (৫৫), রুহুল আমিনের দুই ছেলে মুরাদ হোসেন (২৪) ও মুছা মিয়া (৩৫)।

র‌্যাব জানায়, নাসির উদ্দিন ও রুহুল আমিনের দীর্ঘদিন যাবত ৬ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। গত বছরের ২৮ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে এলাকার গণ্যমান্য লোকজন মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে সালিশে বসে। সালিশের একপর্যায়ে বকাবকি করে রুহুল আমিন এবং তার ছেলে মুরাদ ও মুছাসহ কয়েকজন মিলে নাসির উদ্দিনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। এতে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান নাসির উদ্দিন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৯ ডিসেম্বর নিহতের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে আমরা ছায়াতদন্ত শুরু করি। হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।