কিছুটা নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলসের দাবানল, নিহত বেড়ে ১১

Posted on January 11, 2025

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানলের আগুন চার দিন পর নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। মূলত ঝোড়ো বাতাসের গতি কমে আসায় শুক্রবার (১০ জানুয়ারি) থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি লাভ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত মঙ্গলবার শুরু হওয়া এই দাবানলের দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ ছিল প্রচণ্ড ঝোড়ো বাতাস। তবে শুক্রবার সে বাতাসের গতিবেগ কমে এসেছে অনেকটাই। যার ফলে দমকল বাহিনী আগুনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ পেতে শুরু করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দাবানল সৃষ্টির শুরু থেকেই এক যোগে ৬টি দাবানল শুরু হয়েছিল। যার প্রভাবে কাউন্টির আশেপাশের এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে রীতিমতো। অন্তত ১১

জন নিহত হয়েছেন এই দাবানলে, ধ্বংস হয়ে গেছে প্রায় ১০ হাজার অবকাঠামো। তবে বিশেষজ্ঞদের শঙ্কা, সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে।

দাবানলে বাড়িঘর হারিয়েছেন লাখো মানুষ। লস অ্যাঞ্জেলসে এই দাবানলের মধ্যেই শুরু হয়েছে লুটপাট, যার ফলে জরুরি অবস্থা জারি হয়েছে সেখানে।

শুক্রবার দমকল বাহিনী জানায়, লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম দিকে প্যালিসেইডস এলাকার আগুন ও পূর্ব দিকে পাহাড়ের পাদদেশে অবস্থিত টন এলাকার আগুন কিছুটা আয়ত্বে আসতে শুরু করেছে।

এর আগ পর্যন্ত সেখানকার প্যালিসেইডস ও ইটনে আগুন একটুও নিয়ন্ত্রণে ছিল না। মাটি ও আকাশ থেকে চেষ্টা করেও নিয়ন্ত্রণ আসছিল না দাবানলের ওপর। যার ফলে দুই অঞ্চলের ৩৪ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে।

তবে বাতাসের তোড় কমে আসতেই দমকল বাহিনীর কাজ কিছুটা সহজ হয়। যার ফলে প্যালিসেইডসের আগুনের ওপর ৮ ও ইটনের আগুন ৩ শতাংশ নিয়ন্ত্রণে নিতে পেরেছে দমকল বাহিনী। এদিকে আরও পাঁচটি সক্রিয় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও লড়ে যাচ্ছে দমকল বাহিনীর আরও অনেক দল।

মেয়র ক্যারেন বাস সুখবর দেওয়ার পাশাপাশি সতর্কও করে দিয়েছেন সবাইকে। তিনি বলেন, ‘পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। কিছু সাফল্যের খবর এরই মধ্যে আমরা পেয়েছি। তবে আমরা জানি, আগামী সপ্তাহের শুরুতে বাতাসের তীব্রতা বেড়ে যেতে পারে। সে জন্য লস অ্যাঞ্জেলেসকে প্রস্তুত রাখতে হবে। জীবন রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে আমাদের, এটাই প্রথম কাজ।’

সবশেষ পাওয়া খবর, নতুন করে আগুন ছড়ানো বন্ধ করতে পেরেছেন দমকলকর্মীরা। লিডিয়া অঞ্চলে ৭৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, যদিও সেখানে ৩৯৫ একর পুড়ে গেছে আগুনে। হার্সট অঞ্চলে আগুনে পুড়েছে ৭৭১ একর জমি, বর্তমানে সেখানে ৩৭ শতাংশ আগুনের ওপর নিয়ন্ত্রণ বিস্তার করেছে দমকল বাহিনী। এছাড়াও কেনেথ অঞ্চলে ৩৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্যালিসেইডসে ২০ হাজার একর পুড়ে গেছে, সে অঞ্চলের আগুনে ৮ শতাংশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেছে। ইটনে ৩ শতাংশ আগুনে নিয়ন্ত্রণ এসেছে। তবে সেখানে পুড়ে গেছে ১৩ হাজার ৯৫৬ একর এলাকা।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, পাঁচটি দাবানলের আগুন নেভাতে এখনো প্রাণপণ লড়াই করছেন অগ্নিনির্বাপণকর্মীরা। এসব দাবানলে লস অ্যাঞ্জেলেস ও ভেনটুরা কাউন্টিতে নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে। ওদিকে দাবানল আক্রান্ত প্যাসিফিক প্যালিসেইডও ইটন এলাকায় রাত্রিকালীন কারফিউ দেয়া হয়েছে।

আগুনের কারণে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সিএনএন বলছে, ইতোমধ্যে দাবানলের হাত থেকে প্রাণ বাঁচাতে ১ লাখ ৮০ হাজার মানুষকে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান রেখেই চলে যেতে বলা হয়েছে। আরও ২ লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাদেরকেও যে কোনো সময় সরে যেতে বলা হতে পারে।

যুক্তরাষ্ট্রের বেসরকারি আবহাওয়া সংস্থা একিউওয়েদারের হিসাব অনুসারে, দাবানলে ১৩ হাজার ৫০০ কোটি ডলার থেকে ১৫ হাজার কোটি ডলারের মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।