মো: মাহিদুল ইসলাম।। বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির (পিই রেশিও) যত কম বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারনত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয় এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আর ও বেশি গুরুত্বর্পূণ হচ্ছে নিট সম্পদ মূল্য (এনভি), এটা যত বেশী বিনিয়োগের জন্য ততই উত্তম।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯.৮৯ টাকা যা ২০২২ সালে ছিল ৬০.৬৪ টাকা, ২০২১ সালে ছিল ৪৩.৮০ টাকা, ২০২০ সালে ছিল ৪৩.৯৪ টাকা ও ২০১৯ সালে ছিল ৮১.৮৩ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ১২২.২১ টাকা যা ২০২২ সালে ছিল ১৩৯.৬০ টাকা, ২০২১ সালে ছিল ১২২.৮৮ টাকা, ২০২০ সালে ছিল ১২৩.০৮ টাকা ও ২০১৯ সালে ছিল ১৩২.১৪ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ৩০০ শতাংশ, ২০২২ সালে নগদ ২৪০ শতাংশ, ২০২১ সালে নগদ ৪৪০ শতাংশ, ২০২০২ সালে নগদ ৪৪০ শতাংশ ও ২০১৯ সালে ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৭৬ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৯ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ১ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৩১৮ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ২১৬ কোটি ২৮ লাখ টাকা।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৯২.৮০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩.৬০ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর কাছে রয়েছে .১১ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩.৪৯ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১৮০১ টাকা থেকে ৩৩৭০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৫৪৬.১০ টাকা। ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিনিয়োগের আগে জেনে নিন ইউনিলিভার কনজিউমার সম্পর্কে https://corporatesangbad.com/498969/ |