শেয়ার কিনবেন ইবনে সিনার মনোনীত পরিচালক

Posted on January 9, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক মনোনীত পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মনোনীত পরিচালক এ. কে. এম. সদরুল ইসলাম ৫১৫ টি শেয়ার ক্রয় করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন কোম্পানিটির এই এমডি।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ৫০ কোটি মূলধন নিয়ে ১৯৮৯ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৪০ হাজার। রিজার্ভে রয়েছে ৩১৭ কোটি ৮৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৪.৬৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১৯.৫০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৫.৮৩ শতাংশ শেয়ার।