ডিএসইতে আজ ৩২৪ কোটি টাকার লেনদেন

Posted on January 9, 2025

পুঁজিবাজার ডেস্ক: বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০০টি কোম্পানির ১১ কোটি ৬৬ লক্ষ ২২ হাজার ৯৬ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩২৪ কোটি ৩ লাখ ৮০ হাজার ৬৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৯.৪৩ পয়েন্ট বেড়ে ৫১৯৪.৪৩ ডিএস-৩০ মূল্য সূচক ৩.২৭ পয়েন্ট বেড়ে ১৯২৪.২৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৫৯ পয়েন্ট বেড়ে ১১৬১.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: জিপি, খান ব্রাদার্স পিপি, ফাইন ফুডস, অগ্নি সিস্টেম, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, রবি এক্সিয়াটা, যমুনা ব্যাংক, আফতাব অটো ও ফারইস্ট নিটিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: খান ব্রাদার্স পিপি, এইচআর টেক্স, ডেফোডিল কম্পিউটার, জিকিউ বলপেন, আমার ফীডস, ইস্কয়ার নিটিং, ইউনাইটেড ইন্সুঃ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., আমান কটন ও নরদার্ন ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আরএসআরএম স্টিল, এসবিএসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওএএল, এনএফএমএল, টুংহাই নিটিং, আইসিবি ইসলামি ব্যাংক, হামিদ ফেব্রিক্স, ফারইস্ট লাইফ ইন্সুঃ ও ফনিক্স ফাইন্যান্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬০২৯৩১৭৮৮২৫৩.০০।