বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষিকাকে পেটালেন আরেক শিক্ষিকার স্বামী

Posted on January 9, 2025

তাড়াশ সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশে নলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে পেটালেন একই স্কুলের শিক্ষিকার স্বামী মোশারফ হোসেন মারুফ। ঘটনার পর আহত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস (৩৫)
তাড়াশ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার নলুয়াকান্দি সরকারি বিদ্যালয় এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস নলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

হাসপাতালে চিকিৎসাধীন জান্নাতুল ফেরদৌসের জানান, সকালে বিদ্যালয়ের ক্লাস নেওয়ার সময় মোশারফ হোসেন মারুফ ক্লাসের মধ্যে ঢুকে আমাকে গালিগালাজ করে আমার মাথার বাম পাশে আঘাত করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে স্কুল থেকে চলে যায়।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষিকার স্বামী মোশারফ হোসেন মারুফ জানানা, কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কায় পড়ে গিয়ে দরজার সঙ্গে আঘাত পেয়েছেন সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।

তাড়াশ উপজেলা নলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ওমর ফারুক জানান, স্কুল চলাকালীন সময় স্কুলের ভিতরে ঢুকে একজন সহকারী শিক্ষিকার গায়ে হাত তোলা তার উচিত হয়নি আমি মনে করি।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানানা, জান্নাতুল ফেরদৌস নামে এক সহকারী শিক্ষিকা থানায় এসে অভিযোগ করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ঘটনা সত্যতা পেলে অভিযুক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।