বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় একাধিক মামলার আসামি আন্তজেলা চোর চক্রের ২ সদস্যকে চুরির প্রস্তুতিকালে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই মালামাল, কাটার মেশিন ও পিকআপ ভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার ধড়মোকাম গ্রামের খাদেমুল ইসলামের ছেলে শেখ সাদি (৩৩) ও ধুনট উপজেলার পশ্চিম গুয়াডহরী গ্রামের শাহ আলমের ছেলে মিলন প্রামাণিক (২৮)। এ ঘটনায় ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ বাদী হয়ে শেখ সাদি ও মিলনের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, শেখ সাদি ও মিলন আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। সোমবার রাত আড়াইটায় ধুনট-সারিয়াকান্দি পাকা সড়কের জোড়শিমুল ঈদগাঁ মাঠের পাশে একটি পিকআপ ভ্যান নিয়ে অপেক্ষা করছিল শেখ সাদি ও মিলন। তারা ওই এলাকায় চুরির প্রস্তুতি হিসেবে সেখানে অপেক্ষা করতে থাকে। এ সময় সংবাদ পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেখ সাদি ও মিলনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি কাটার মেশিন ও ২টি চোরাই ব্যাটারি জব্দ করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর আলম বলেন, সংঘবদ্ধ এই চোর চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, শেখ সাদির বিরুদ্ধে ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ধুনট-শেরপুর ও নন্দিগ্রাম থানায় চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনসহ ৭টি মামলা রয়েছে। এছাড়া মিলন প্রামাণিকের বিরুদ্ধে ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ধুনট থানায় চুরি, ধর্ষণ, মাদক ও মারপিটের ৪টি মামলা রয়েছে। তারা একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বগুড়ায় চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার https://corporatesangbad.com/498662/ |