নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা এলাকার ডাকাতিয়া খালের পাড় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আব্দুল্লাহ আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট দুস্কৃতিকারীরা সোনাইমুড়ী থানা আক্রমণ করে। ওই সময় চায়না রাইফেলটি লুট হয়। বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া রাইফেল মিলল খাল পাড়ে https://corporatesangbad.com/498597/ |