শেরপুরে স্কুলবাস-ট্রাক সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ২০

Posted on January 5, 2025

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার বেসরকার শিক্ষা প্রতিষ্ঠাণ সামিট স্কুল এন্ড কলেজের স্কুল বাস ও সিমেন্ট বোঝায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে ১৬ শিক্ষার্থী আহত হয়ছে। রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মহিপুর বাজার এলাকায় সামিট স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, স্কুলের বাসটি শহরের বিবিন্নস্থান থেকে শিক্ষার্থী নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করছিল। এ সময় একই দিক থেকে আসা সিমেন্ট বোঝায় ট্রাক (ঢাকা-মে-উ-১৪-৩৩৫৪) তাকে ধাক্কা দেয়। এতে স্কুলবাসটির মধ্যে থাকা ১৬ শিক্ষার্থীসহ চালক ও হেলপার এবং শিক্ষার্থীর অভিভাবকসহ ২০ জন আহত হয়।

আহতরা হল- ৯ম শ্রেণীর অতৈ, আলো খাতুন ও তার মা, প্রমিত, ৮ম শ্রেণীর সজিব, দোয়া খাতুন, খাদিজা খাতুন, কুলছুম আক্তার, ৭ম শ্রেণীর অনিক হোসেন, শিশির, সিয়াম হোসেন, ৬ষ্ঠ শ্রেণীর জান্নাতী আক্তার, সামিয়া আক্তার, তমালিকা, নুসরাত আকাতার, মৌ আক্তার এবং গাড়ীর হেলপার।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নুরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।