নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নতুন ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৩৬৩ জনে, যা নগর ও ১৫ উপজেলার সাম্প্রতিক খসড়া ভোটার তালিকা থেকে জানা গেছে। চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা এখন ৬৫,৫৭,২২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪,৫৩,০৯৬ জন, নারী ভোটার ৩১,০৪,০৬৯ জন এবং হিজড়া ভোটার ৬০ জন।
সবচেয়ে বেশি নতুন ভোটার যুক্ত হয়েছেন সাতকানিয়া উপজেলায়, যেখানে ৫,৮০৩ জন পুরুষ এবং ১,৮২০ জন নারী নতুন ভোটার হয়েছেন। ফটিকছড়ি উপজেলায় সর্বাধিক মোট ভোটার রয়েছেন, যা ৪,৭৯,৬০৬ জন।
নগরের ছয় নির্বাচনী অঞ্চলে নতুন ভোটার হয়েছেন ১৫,৬৪৪ জন। নতুন তালিকা অনুযায়ী, পাঁচলাইশ, চান্দগাঁও, কোতোয়ালী, ডবলমুরিং, পাহাড়তলী এবং বন্দর এলাকায়ও নতুন ভোটার সংখ্যা উল্লেখযোগ্য।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে গত এক বছরে চট্টগ্রামে উল্লেখযোগ্য হারে ভোটার সংখ্যা বেড়েছে।
শেষ তথ্য অনুসারে, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, বাঁশখালীসহ বিভিন্ন উপজেলায় ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে কর্ণফুলী উপজেলায় ভোটার বৃদ্ধির হার তুলনামূলক কম, যা ১,৭৮৯ জন।
চট্টগ্রামের এই ভোটার বৃদ্ধির হার স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনে নতুন প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চট্টগ্রামে ভোটার সংখ্যা ৬৫ লাখ ছাড়াল, নতুন ভোটার ৮৭ হাজারের বেশি https://corporatesangbad.com/498129/ |