শহীদ ওয়াসিম উদ্দিনের নামে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

Posted on January 4, 2025

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে শহীদ ওয়াসিম উদ্দিনের নামে করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম উদ্দিনের স্মরণে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) থেকে টোল আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়। এর আগে ২০২৩ সালের ১৪ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। তবে তখন এক্সপ্রেসওয়ের নাম ছিল প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী মোটরসাইকেল ছাড়া ১০ ধরনের যানবাহনের জন্য ভিন্ন ভিন্ন টোল নির্ধারণ করা হয়েছে। কারের জন্য ৮০ টাকা, জিপ ও মাইক্রোবাসের জন্য ১০০ টাকা, বাসের জন্য ২৮০ টাকা, ছয় চাকার ট্রাকের জন্য ৩০০ টাকা এবং কাভার্ড ভ্যানের জন্য ৪৫০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে ৪ হাজার ২৯৮ কোটি টাকা।

যদিও প্রকল্পটি ২০১৭ সালে অনুমোদন পায়, তবে সাড়ে সাত বছরেও কাজ পুরোপুরি শেষ হয়নি। এখন পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হলেও ১৫টি র‍্যাম্পের মধ্যে ৯টির নির্মাণকাজ চলমান।

নগরের পতেঙ্গা প্রান্তে টোল আদায় কার্যক্রম পরিচালিত হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা টোল আদায় করবে এবং পরে ঠিকাদারি প্রতিষ্ঠান এ দায়িত্ব নেবে। নতুন বছরে এই উদ্যোগ নগরীর পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।