নিজস্ব প্রতিবেদক: "নেই পাশে কেউ যার,সমাজ সেবা আছে তার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে র্যালি, প্রতিবন্ধি শিশুদের বিস্কুট খেলা, পুরুস্কার বিতরণ, বেকার যুবকদের মাঝে ক্ষুদ্র ঋন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও উচ্চমান সহকারি মো.মোশাররফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভূমি) মো.হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.রাফসান রেজা। অন্যন্যদের মধ্যে বক্তব্যে রাখেন,উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা:মো.সাজেদুল ইসলাম, সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত)মো.মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান,বীরমুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র মালো, সহকারি সমাজসেবা অফিসার রওশনআরা, সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বক্কর ছিদ্দিক,প্রভাতি সমাজ উন্নয়ন এটি এম কাদের ছিদ্দিকী, ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার হাবিবুল বাশার ও সিংগাইর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
পরিশেষে সভার সভাপতি উপজেলা সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলামের বক্তব্যের মধ্যে সমাজসেবা কার্যালয়ে কার্যক্রম তুলে ধরেন।
অপরদিকে,এ দিবস উপলক্ষে উপজেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা জোবায়দা গুলশানারা দু:স্থ্য ও প্রতিবন্ধি ২ জনের মাঝে হুইল চেয়ার তুলে দেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিংগাইরে জাতীয় সমাজসেবা দিবস পালন https://corporatesangbad.com/498048/ |