সিএমপিতে রদবদল: তিন কর্মকর্তার বদলি, দুই নতুন পদায়ন

Posted on January 2, 2025

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) গুরুত্বপূর্ণ রদবদল ঘটেছে। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত তিন উপ-পুলিশ কমিশনারকে বদলি করে বিভিন্ন ইউনিটে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম রেঞ্জ এবং ট্যুরিস্ট পুলিশ থেকে দুজন কর্মকর্তাকে সিএমপিতে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে সিএমপি হেডকোয়ার্টারের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন, পিপিএম (বার) কে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিএমপি গোয়েন্দা বিভাগ (বন্দর-পশ্চিম) এর উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং সিএমপির ট্রান্সপোর্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবিরকে সিআইডি পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স) নেছার উদ্দিন আহমেদ, পিপিএম-সেবা, কে সিএমপির উপ-পুলিশ কমিশনার এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ বদরুল আলম মোল্লা কে সিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।