নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরে জয়া (১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সিংগাইর পৌরসভার ৪নং ওয়ার্ডের চর আজিমপুর তিনরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয়া একই এলাকার শাকিল আহমেদের স্ত্রী এবং জয়নালের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে পারিবারিকভাবে শাকিল আহমেদের সাথে জয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। এর জের ধরেই বুধবার দুপুরে গৃহবধূ জয়া স্বামীর বাড়ির বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত জয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিংগাইরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা https://corporatesangbad.com/497957/ |