ময়মনসিংহ কারাগারে হাজতির মৃত্যু

Posted on December 31, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে একটি হত্যা মামলার আসামি রাজাবালী (৪৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে মারা যান তিনি।

রাজাবালী জেলার ফুলবাড়িয়া উপজেলার নেকবর আলীর ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিক উদ্দিন বলেন, রাত সোয়া ৯টার দিকে কারাপুলিশ রাজাবালীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম এ বিষয়ে বলেন, রাজাবালী হত্যা মামলার আসামি ছিলেন। ২০২০ সাল থেকে তিনি কারাগারে ছিলেন। রাতে হার্টের সমস্যাজনিত কারণে হঠাৎ অসুস্থ পড়লে কারা হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।