শেরপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ

Posted on December 31, 2024

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিয়ের প্রলোভনে লতিফুর রহমান জীবন (৪০) নামের যুবকের বিরুদ্ধে এক নারীকে দেড়বছর ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন যাবত শেরপুর সদর উপজেলার বাজিতখিলা এলাকার মৃত মতিউর রহমানের মেয়ে খোশনুর জাহানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ঢাকার বাড্ডা কুড়িল জোয়ার সাহারা এলাকার মিনরুজ্জামানের ছেলে লতিফুর রহমান জীবনের। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গভীর হয় তাদের। এরপর অভিযুক্ত লতিফুর রহমান জীবন অপরিচিত একটি লোককে কাজী সাজিয়ে ২মে ২০২৩ সালে একটি নকল বিয়ে সম্পূর্ণ করে। স্বামী-স্ত্রী হিসেবে দীর্ঘ ১ বছর ৬ মাস একটি ভাড়া বাসায় শারীরিক মিলামেশা ও ঘর সংসার করে আসছিলো তারা। এদিকে ভাড়া বাসায় অসহ্য হয়ে ভুক্তভোগী খোশনুর জাহান লতিফুরকে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে সংসার করার প্রস্তাব দিলে নানা টালবাহানা করে। পরে ভুক্তভোগী লতিফুরকে সন্দেহ করে কাজী অফিসে নিকাহ নামা অনুসন্ধান করলে সেখানে কোনো নিকাহ নামা না পেয়ে বুঝতে পারেন লতিফুর তার সাথে বিয়ের নাটক করে যৌন কামনা চরিতার্থ করবার নিমিত্তে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছে।

জানা গেছে, অভিযুক্ত লতিফুর রহমান জীবন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মেকানিক পদে চাকরি করেন।

এ ব্যাপারে ভুক্তভোগী খোশনুর জাহান বলেন, লতিফুর রহমান জীবন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছে। আমি যখন তার চালাকি বুঝতে পারি সে আমাকে বলে এ বিষয়ে থানায় কিছু বললে তোকে মেরে লাশ গুম করে ফেলবো। এরপরও আমি থানায় অভিযোগ করেছি। আমি আইনের আশ্রয় নিছি, আমি যেন ন্যায় বিচার পায়।

অভিযুক্ত লতিফুর রহমান জীবনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নাই।

এ ব্যপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জুবায়দুল আলম বলেন, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগটি পেয়েছি। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/২০) এর ৯(১) রুজু করা হয়েছে।