এসিআই ফর্মুলেশনসের লভ্যাংশ অনুমোদন

Posted on December 30, 2024

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফর্মুলেশনস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ।

গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানের ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ ঘোষণা করা হয়। এজিএম ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন।

উক্ত সভায় লভ্যাংশ অনুমোদন ছাড়াও সমাপ্ত অর্থ বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী সমূহ ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়।
এসিআই ফর্মুলেশনসের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৮৮ টাকা যা ২০২৩ সালে ছিল ৪.৯৭ টাকা, ২০২২ সালে ছিল ৫.১৪ টাকা, ২০২১ সালে ছিল ৪.৭৪ টাকা ও ২০২০ সালে ছিল ২.০৬ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৬৮.৯৪ টাকা যা ২০২৩ সালে ছিল ৬৪.৫৭ টাকা, ২০২২ সালে ছিল ৬৫.৮৮ টাকা, ২০২১ সালে ছিল ৬৬.৭৭ টাকা ও ২০২০ সালে ছিল ৫৩.৩৮ টাকা।