কর্পোরেট সংবাদ ডেস্ক: বহুমাত্রিক লেখক প্রয়াত শান্তনু কায়সারের স্মৃতিতে বাংলা প্রকাশনার গৌরব ‘ঐতিহ্য’ এবং ‘শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র, সাজনমেঘ’-এর যৌথ উদ্যোগে প্রবর্তিত হয়েছে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’।
গত ২৮ মে পুরানা পল্টনস্থ ঐতিহ্য কার্যালয়ে ঐতিহ্য’র প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এবং শান্তনু কায়সারের পরিবারের পক্ষে তাঁর কনিষ্ঠ পুত্র রাসেল রায়হানের মধ্যে এ সংক্রান্ত যৌথ আলোচনায় ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’ প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যে কোনও বছরের ৩০ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ত্রিশ বছর অথবা এর নিম্নে যে কোনও বয়সী জন্মসূত্রে বাংলাদেশি কবি-লেখকদের জন্য এ পুরস্কার। শান্তনু কায়সারের সাহিত্যচর্চার পাঁচটি ক্ষেত্র- কবিতা, কথাসাহিত্য (গল্প/ উপন্যাস), প্রবন্ধ-গবেষণা, নাটক এবং অনুবাদ বিষয়ে এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়। পুরস্কারের জন্য ১৫ জুলাই ২০২৪ থেকে ১৫ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত পাণ্ডুলিপি আহ্বান করা হয়। পুরস্কার সংক্রান্ত নীতিমালা অনুযায়ী প্রতিবছর পাঁচটি বিষয়ে জমাকৃত পাণ্ডুলিপির মধ্যে পুরস্কারের জন্য গঠিত বিচারকমণ্ডলীর বাছাই করা সেরা তিনটি পাণ্ডুলিপির (পাঁচটি ক্ষেত্রের যে কোনও ক্ষেত্রের তিনটি সেরা পাণ্ডুলিপি ) লেখককে প্রতিটি ৫০,০০০ টাকা অর্থমূল্যের এ পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে৷ সেরা তিনটি পাণ্ডুলিপিই পরবর্তী বছর অমর একুশে বইমেলায় ‘ঐতিহ্য’ থেকে বই আকারে প্রকাশিত হবে। প্রতিবছর অধ্যাপক শান্তনু কায়সারের জন্মদিন ৩০ ডিসেম্বর এ পুরস্কার ঘোষণার বিধান রাখা হয়।
২০২৪ সালের ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’ এর জন্য লেখকদের কাছ থেকে জমাকৃত পান্ডুলিপি যাচাই-বাছাই করে বিচারকমণ্ডলীর বিবেচনায় যে তিনটি পাণ্ডুলিপি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে সেগুলো হলো :
১. সঙস্ অব দ্য মিউজেস (কবিতার পাণ্ডুলিপি) : হাসিন এহ্সাস লগ্ন
২. একুরিয়াম (গল্পের পাণ্ডুলিপি) : সালমান সাদিক
৩. কবির সোনালি অন্ধকার (প্রবন্ধের পাণ্ডুলিপি) : জাকারিয়া প্রীণন
পুরস্কৃত পাণ্ডুলিপি তিনটি আসন্ন অমর একুশে বইমেলা ২০২৫-এ ঐতিহ্য থেকে বই আকারে প্রকাশিত হবে। আগামী ১১ এপ্রিল ২০২৫ বহুমাত্রিক লেখক শান্তনু কায়সারের ৮ম প্রয়াণবার্ষিকীতে অনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা https://corporatesangbad.com/497770/ |