সূচকের উত্থানে কমেছে লেনদেন

Posted on December 30, 2024

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ ডিসেম্বর) মূল্যসূচকের উত্থানে লেনদেন কিছুটা কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১১ কোটি ৯৯ লক্ষ ৬২ হাজার ৬১৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৭৩ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ২১২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১১.৬৬ পয়েন্ট বেড়ে ৫২১৬.৪৪ ডিএস-৩০ মূল্য সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে ১৯৩৯.৭৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৬০ পয়েন্ট বেড়ে ১১৬৮.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, বিএটিবিসি, রূপালি লাইফ ইন্সুঃ, ফাইন ফুডস, বিএসসি, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, লিন্ডে বিডি, তৌফিকা ফুড ও মিডল্যান্ড ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, শাশা ডেনিমস, এডিএন টেলিকম, হাক্কানী পাল্প, লিগেসী ফুটওয়্যার, মার্কেন্টাইল ইন্সুঃ, গ্রামীণ ওয়ান স্কীম টু, বীচ হ্যাচারী, বিএসসি পিএলসি ও সিএপিএম আইবিবিএল মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মিথুন নিটিং, আইপিডিসি, পিপলস লিজিং, আরামিট সিমেন্ট, এইচআর টেক্স, খান ব্রাদার্স পিপি, এসকে ট্রিমস, ডরিন পাওয়ার, গোল্ডেন হারভেস্ট ও প্রিমিয়ার লিজিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬২৬১৯৮১৭৯৩৬৪.০০।