লভ্যাংশ বিতরণ করেছে বঙ্গজ

Posted on December 30, 2024

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৪ নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

এছাড়া ডিএসই সূত্রে জানা যায়, গত ৫ বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ৪ শতাংশ নগদ লভ্যাংশ ,২০২৩ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২২ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২১ সালে ৪ শতাংশ নগদ লভ্যাংশ ও ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ৫০ কোটি মূলধন নিয়ে ১৯৮৪ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭ কোটি ৬২ লাখ ৫০ হাজার। রিজার্ভে রয়েছে ৮ কোটি ৩৯ লাখ টাকা । কোম্পানিটির মোট শেয়ার ৭৬ লাখ ২৪ হাজার ৬৪৩ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩০.৯৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৫.৭১ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .১০ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৬৩.২০ শতাংশ শেয়ার