স্ট্যান্ডার্ড সিরামিকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

Posted on December 29, 2024

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০১ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই -সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১০ কোটি মূলধন নিয়ে ১৯৯৬ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার। রিজার্ভে রয়েছে মাইনাস ৩২ কোটি ৩৮ লাখ টাকা । কোম্পানিটির মোট শেয়ার ৬৪ লাখ ৬০ হাজার ৬৫০ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ২৮.২৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৭.৫২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৬৪.২৪ শতাংশ শেয়ার।