পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ওয়ালটন হাই-টেক ইন্ডস্ট্রিজ পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। ওয়ালটন হাই-টেক ইন্ডস্ট্রিজ পিএলসির দীর্ঘমেয়াদে ‘এএএ’ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-১’।
কোম্পানিটির ২০২১ থেকে ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ২০২৫ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪.৭৮ টাকা যা ২০২৩ সালে ছিল ২৫.৮৪ টাকা, ২০২২ সালে ছিল ৪০.১৬ টাকা, ২০২১ সালে ছিল ৫৪.২১ টাকা ও ২০২০ সালে ছিল ২৪.২১ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৩৭৯.৩০ টাকা যা ২০২৩ সালে ছিল ৩৪৩.৭৩ টাকা, ২০২২ সালে ছিল ৩৩৪.৬৮ টাকা, ২০২১ সালে ছিল ৩১১.৫৯ টাকা ও ২০২০ সালে ছিল ২৬৪.৪৮ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে নগদ ৩৫০ শতাংশ, ২০২৩ সালে নগদ ৩০০ শতাংশ, ২০২২ সালে নগদ ২৫০ শতাংশ, ২০২১ সালে নগদ ২৫০ শতাংশ ও ২০২০ সালে ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ওয়ালটনের ক্রেডিট রেটিং সম্পন্ন https://corporatesangbad.com/497680/ |