বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি।
তিনি বলেন, আমার আম্মুর অবস্থা ভালো নয়, খুব সংকটাপন্ন। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ১৫ দিন আগে জ্বর শুরু হয় আম্মুর। একপর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করি আমরা।
ছেলে নিশাত মনি আরও বলেন, চিকিৎসকরা আম্মুর পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, তার রক্তে ইনফেকশন ধরা পড়েছে। এ জন্য বর্তমানে হাসপাতালেই রাখতে হবে। আরও কিছু টেস্ট করাতে হবে। তবেই শারীরিক অবস্থা বোঝা যাবে।
এদিকে জানা গেছে, গত ছয়দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে রয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা।
এ নায়িকা একসময় আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে চিত্রনায়িকা হয়ে যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় কাজ করা একমাত্র দেশীয় নায়িকা তিনি।
প্রসঙ্গত, ‘দস্যু বনহুর’ সিনেমার মাধ্যমে শুরু করেন অঞ্জনা। ১৯৭৬ সালে সিনেমাটির পর ধারাবাহিকভাবে কাজ করতে থাকেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’ সিনেমায় অভিনয়ের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন কিংবদন্তি এই অভিনেত্রী।
সবশেষ ২০০৮ সালে তার অভিনীত ‘ভুল’ সিনেমা মুক্তি পায়। বর্তমানে সিনেমায় নিয়মিত নন তিনি। তবে সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও অনুষ্ঠানে সক্রিয় ও নিয়মিত মুখ তিনি। ইন্ডাস্ট্রির সবার সঙ্গেই সদা হাস্যোজ্জ্বল এ চিত্রনায়িকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চিত্রনায়িকা অঞ্জনার অবস্থা সংকটাপন্ন https://corporatesangbad.com/497666/ |