মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড, সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সমুদ্র-সম্পদের সম্ভাবনাময় সুনীল অর্থনীতিতে দেশের অর্থনৈতিক উন্নয়নের এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, কক্সবাজারের ট্যুরিজমকেও বেশী করে প্রমোট করা গেলে দেশের অর্থনৈতিকখাতও সমৃদ্ধ হবে।
এ ছাড়া উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন তিনি। জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোকাব্বির হোসেন।
এ সময় জেলার বিভিন্ন দপ্তর ও আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা,সাংবাদিকসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় পর্যটন শিল্পের বিকাশ, একবার ব্যবহৃত প্লাস্টিকজাত পণ্য ব্যবহার বর্জন,স্বাস্থ্যশিক্ষা, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কক্সবাজারের ট্যুরিজমকে প্রমোট করা গেলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে: অর্থ উপদেষ্টা https://corporatesangbad.com/497653/ |