লভ্যাংশ দেবে না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

Posted on December 30, 2024

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। বলা হয়েছে আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার ( এজিএম) তারিখ,সময় ও স্থান পরে জানানো হবে এবং এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ফেব্রুয়ারি, ২০২৫।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাব বছর শেষে কোম্পানির শেয়ার প্রতি (ইপিএস) জানিয়েছে (৫.৬৬) টাকা যা আগের হিসাব বছরে ছিল (৭.৫৮) টাকা আলোচ্য বছরে শেয়ার প্রতি এনএভি দারিয়েছে (১১৯.৪৫) টাকা যা আগের হিসাব বছরে হয়েছে (১১৪.৪২) টাকা।

কোম্পানিটি ৪০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৬ তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।